

বগুড়া সংবাদ :” আমরা গড়তে চাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ” এমন শ্লোগানের ব্যানারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (অবঃ) সদস্যরা নিরাপত্তা বিষয়ক দায়িত্ব পালনের জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছে।
দেশের বর্তমান পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেট চত্ত্বর থেকে (অবঃ) কর্পোরাল বগুড়া জেলার সভাপতি আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্ব প্রায় ৪০ জনের একটি দল গঠন করে পৌর শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বিষয়ক দায়িত্ব পালন করছে।
এ সময় উপস্থিত ছিলেন আলী আকবর, আবু বক্কর সিদ্দিক, আনোয়ার হোসেন, মাহাবুবুর রহমান, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, আব্দুর রশিদ, সাইদুর রহমান, মিজানুর রহমান, আতিকুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল মতিন, বেলাল হোসেন প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা