বগুড়া সংবাদ :রাজনৈতিক ২২টি মামলায় কারা নির্যাতিত বিএনপি নেতা মাওলানা ফজলে রাব্বি তোহা রাজপথে সরব নেতৃত্ব দিচ্ছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশত্যাগের পর থেকেই বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিজয়োল্লাসে মেতেছে বিএনপি নেতাকর্মীরা। অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বুধবার বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে বিজয় মিছিল বের হয়। নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা। স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও ছাত্র জনতা ও সাধারণ মানুষ বিজয়োল্লাস করে।
বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতা মাওলানা ফজলে রাব্বি তোহা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ দয়া করে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। নিজ গ্রামের বাসিন্দাসহ কোনো ধর্মের কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে। প্রতিবেশীদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বিভেদ, হিংসা–প্রতিহিংসা ভুলে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধ্বংস নয়, প্রতিশোধ নয় কিংবা প্রতিহিংসা নয়। ভালোবাসা, শান্তি এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।
মাওলানা তোহা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কলঙ্কিত করবেন না।