

জামায়াত নেতা আহত
বগুড়া সংবাদ : বগুড়ায় দিনে দুপুরে যুবলীগের সন্ত্রাসীদের হাতে জামায়াত নেতা শহীদুল ইসলাম (৫০) আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়া নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়া সদরের ফাঁপোর গ্রামের বাসিন্দা জামায়াত নেতা শহীদুল ইসলাম সকালে ন্জি ব্যবসা প্রতিষ্ঠান নিউ মার্কেটে গেলে দুপুর ১২ টার দিকে সুত্রাপুর কসাইপাড়ার যুবলীগের সন্ত্রাসী সুজন (৩৫) দলবল নিয়ে হামলা করে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় বৃহত্তর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম জানান ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেলে ব্যস্থা নেয়া হবে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান, সেক্রেটারী আ স ম আব্দুল মালেক। তারা দ্রæত সন্ত্রাসীদের আটকের দাবী জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা