সিরাজগঞ্জে উল্লাপাড়ায় গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

বগুড়া সংবাদ : মঙ্গলবার (২ জানুয়ারি) ভোর রাত ০৪.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন আরএস রেল গেইটের পাশে মেসার্স শিমলা স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ, ০২টি মোবাইল এবং নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়।আগ্রেফতারকৃত আসামি ১। মোঃ বিপ্লব মিয়া (৩৫), পিতা- মোঃ সাজু মিয়া, ২। মোঃ জাহাঙ্গীর আলম (২০), পিতা- মোঃ শফিউল ইসলাম,  উভয় সাং- তাজহাট টিবি হাসপাতাল, পোঃ- আলমনগর, থানা- কোতয়ালী, জেলা- রংপুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইলে যোগাযোগের মাধ্যমে পিকআপযোগে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা রয়েছে। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Check Also

Азартный клуб без потребности идентификации: участвуйте анонимно

Азартный клуб без потребности идентификации: участвуйте анонимно Пользователи, желающие конфиденциальность и свободу от долгих этапов …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *