বগুড়া সংবাদ : মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে
বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদের সভাকক্ষে ইউএনও জান্নাত আরা তিথির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ইউনিয়ন চেয়ারম্যান মেহেরুল ইসলাম, বেসরকারি সংস্থা সোভার নির্বাহী
পরিচালক আনোয়ার উল আজাদ লিটন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ্। পরে বিভিন্ন উপকারভোগীদের মাঝে ৫০ হাজার টাকা অনুদান
প্রদান করা হয়।
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …