সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ২ মাদক বিক্রেতা ও ৪ সেবীসহ ৭জন গ্রেফতার

বগুড়া সংবাদ :গত সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতা ও ৪জন সেবীসহ ৭জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মাদক বিক্রেতা উপজেলা পোথাট্টি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা কালে পোথাট্টি নয়াপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে সাইফুল ইসলাম ওরফে ধলাকে (৫১) ও উপজেলার লালুকা এলাকা থেকে মৃত খয়বর আলীর ছেলে ইদ্রিস আলীকে (৫৮) গ্রেফতার করে। তার হেফাজত থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গাঁজা উদ্ধার করেছে। ওই রাতেই তাদের বিরুদ্ধে পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকসেবী দুপচাঁচিয়া পোড়াপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে ওমর ফারুক (২১), মৃত হামিদ শাহ্ধসঢ়;র ছেলে নিজাম শাহ্ধসঢ়; (৫৫), ছোট নিলাহালী
গ্রামের হাফিজার আলীর ছেলে আরমান আলী (২৬) ও পুকুরগাছা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তোজাম (৪৫) গ্রেফতার করে। এছাড়াও গ্রেফতারী পরোয়ানামুলে পোথাট্টি গ্রামের মৃত আবু বক্কর ফকিরের ছেলে নিজাম উদ্দীন ফকিরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামিদেরকেমঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *