সর্বশেষ সংবাদ ::

বগুড়ার কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটলো ছাত্রলীগ , সাতমাথা রণক্ষেত্র, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

বগুড়ার কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটলো ছাত্রলীগ , সাতমাথা রণক্ষেত্র, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

বগুড়া সংবাদ :  কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বগুড়া সাতমাথা  রণক্ষেত্রে পরিণত হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে বগুড়া জিলা স্কুল থেকে জেলা স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সাতমাথায়  ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে

আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটে ছাত্রলীগের নেতাকর্মীরা।এরপর আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসের দিকে ছুটে যায় সেখানে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় আওয়ামী লীগ অফিস ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির কার্যালয়ে হামলা ভাংচুর করে। তারা ছয়টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সময়ে সাতমাথা পুলিশ বক্স ভাংচুর করা হয়। এছাড়া বগুড়া শহরে সাতমাথা প্রধান ডাকঘরের জানালার কাচ ভাঙচুর করে সেখানেও তার পাটকেল নিক্ষেপ করে। এসময় স্থানীয় পত্রিকার ফটো সাংবাদিক,  এক পথচারী সহ তিনজন  আহত হয়েছেন।

Check Also

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাবতলীতে লিফলেট বিতরণ উপজেলা বিএনপির সহ-সভাপতি  জুলফিকার হায়দার গামার 

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *