বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে অবস্থিত বীর বিক্রম শহীদ লে. আহসানুল হক ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলেজ প্রশসানের পক্ষ থেকে কলেজে মিলানায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. বাবুল হোসেনর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান পিন্টু। আমিন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক খায়রুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইউনুস আলী সরদার, শরীর চর্চা শিক্ষক দেওয়ান আল আমিন, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক বাবু দীলিপ কুমার গুপ্ত। অভিভাকদের মধ্যে বক্তব্য রাখেন আসাদুজ্জামান, বিউটি বেগম, আযাহার আলী, রেনুকা বেগম প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
