সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন

বগুড়ায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন

বগুড়া সংবাদ : কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে বগুড়ায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে৷ মঙ্গলবার সোয়া ছয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, বগুড়ায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয়া হয়ে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বগুড়া সাতমাথা রণক্ষেত্রে পরিণত হয়। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টার দিকে বগুড়া জিলা স্কুল থেকে জেলা স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় সাতমাথায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসের দিকে ছুটে যায় সেখানে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় আওয়ামী লীগ অফিস ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির কার্যালয়ে হামলা ভাংচুর করে। তারা ছয়টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সময়ে সাতমাথা পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এছাড়া বগুড়া শহরে সাতমাথা প্রধান ডাকঘরের জানালার কাচ ভাঙচুর করে সেখানেও তার পাটকেল নিক্ষেপ করে। এসময় চার সাংবাদিক সাংবাদিক, এক পথচারীসহ ৫জন  আহত হয়েছেন।

Check Also

বগুড়ার নুনগোলায় হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ কল্যাণ রাস্ট্র গঠনে সকল ধর্মের মানুষ কে এক সাথে কাজ করতে হবে: সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *