কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মারপিট ঘটনায় পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন

কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মারপিট ঘটনায় পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এখলাস হোসেনের উপর অতর্কিত হামলাকারী মাসুম রব্বানী ওরফে মাসুম (৪০)কে অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার বিকেলে কাহালু পৌরসভার হলরুমে এক সংবাদ সম্মেলন করে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাহালু পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ। সংবাদ সম্মেলনে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচী ঘোষনা করা হয়। সোমবার রাত ৮টা হতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনিদিষ্ট কালের জন্য কাহালু পৌরসভার সকল এলাকার রোড লাইট বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত
অত্র পৌরসভায় কলম বিরতি ও বুধবার বেলা ১১টায় কাহালু চারমাথায় অত্র পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা/কর্মচারী সহ সর্বস্তরের পেশাজীবিদের নিয়ে মানব বন্ধন কর্মসুচী পালন করা হবে।
উল্লেখ্য যে, গত ২৫ এপ্রিল কাহালু পোষ্ট অফিস এলাকায় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এখলাস হোসেনকে লাি ত ও মারপিট করেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালুর ছেলে মাসুম রব্বানী ওরফে মাসুম ও অজ্ঞাতনামা তার এক সহযোগী।
এ ব্যাপারে ২৭ এপ্রিল পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এখলাস হোসেন বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এখলাস হোসেন, উপ-সহকারি প্রকৌশলী (ওয়াটার সুপার) শরিফুল ইসলাম, বগুড়া জেলা ও কাহালু পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম, পৌর কাউন্সিলর শাহজাহান আলী সাহা, হাফেজ নজরুল ইসলাম সাইফুল, ইব্রাহীম আলী, কাহালু পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন সহ অত্র সার্ভিস এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।

Check Also

Скачать 1хБет на Дроид бесплатно а как установить приложение 1xBet с должностного сайта

Эти и прочие адденда бог велел вырыть на официальном сайте букмекерской конторы или в самом …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *