
বগুড়া সংবাদ : আজ ২৮ এপ্রিল ২০২৪ রবিবার ও গতকাল বগুড়াতে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীদের উদ্যোগে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে ক্লান্ত তৃষিত পথিকদের একটু স্বস্তি প্রদানের উদ্দেশ্যে বিনামূল্যে খাবার স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়, । সকাল ১১ঃ৪০ মিনিট হতে বিকেল ৩.০০টা পর্যন্ত আজ বগুড়ার কোর্ট সংলগ্ন এলাকায় ১০৫০ জনকে ও গতকাল বগুড়া সাত মাথায় খোকন পার্ক সংলগ্ন এলাকায় ১,০৩২ জন তৃষিত পথিকের মাঝে এই সেবা প্রদান করা হয়।
রিকশাচালক, ভ্যান চালক, অটোচালক, ও বিভিন্ন শ্রমজীবী মানুষের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষ এই সেবা হাসি মুখে গ্রহণ করেন।
একজন তৃষ্ণার্ত পথিক তার অনুভুতিতে বলেন ‘আপনারাই প্রকৃত ধর্মের কাজ করছেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’
আর একজন ভ্রাম্যমাণ ফল বিক্রেতা গফুর মিঞা বলেন ‘আপনারা খুবই সুশৃঙ্খলভাবে কাজটি করছেন এবং আমি নিজেও খুবই তৃষ্ণার্ত ছিলাম ‘।
উল্লেখ্য আজ বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেন্টিগ্রেড অনুভূত হয়েছে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার উদ্যোগে বিনামূল্যে খাবার স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণের এই সেবা চলমান থাকবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা