সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় জায়গা ও রাস্তা নিয়ে হামলায় আহত ৪ জন

বগুড়া সংবাদ : সোনাতলায় জায়গা-জমি ও রাস্তা নিয়ে মারপিটে একই পক্ষের মহিলাসহ চারজন আহত হয়েছে। আহতরা হলেন কুদ্দুস বেপারীর ছেলে আব্দুর রউফ (৪০), সবুজ মিয়া (৩০), সিদ্দিক বেপারীর স্ত্রী পারভীন বেগম (৭০) ও কুদ্দুস বেপারী। এদের মধ্যে কুদ্দুস বেপারী ছাড়া অন্য তিনজন গুরুতর আহত অবস্থায় সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দাঁতের ক্ষতি হয়েছে আব্দুর রউফের। ঘটনাটি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উত্তর মহেশপাড়া (কালাইহাটা) গ্রামে ঘটেছে। আহত পক্ষরা জানান আগে থেকে প্রতিপক্ষের একই বাড়ির আইয়ুব হোসেন পক্ষের সাথে জায়গা-জমি ও বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে উক্ত সময়ে তর্কবিতর্কের এক পর্যায়ে আইয়ুব হোসেন ও তার লোকজন আমাদের ওপর লাঠিসোটা ও রড নিয়ে হামলা চালায়। এতে আমাদের চার ব্যক্তি আহত হয়। থানার ওসি কবির হোসেন বিষয়টি অবগত হয়ে হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান। এ ব্যাপারে আহতদের পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে

Check Also

শিবগঞ্জে উপজেলা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *