সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত।

বগুড়া সংবাদ : দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫–২০২৭ মেয়াদে বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়।
বগুড়া শহরের বিআরটিসি মার্কেট গোল চত্বরে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির প্রধান উপদেষ্টা এবং বগুড়া শহর বিএনপির সভাপতি
এ্যাডভোকেট মোঃ হামিদুল হক চৌধুরী হিরু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং বিআরটিসি বাস ডিপো, বগুড়ার ম্যানেজার (অপারেশন) মোঃ শাহিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বামমা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও অনলাইন দৈনিক পুণ্ড্রকথার সম্পাদক মোঃ রাজেদুর রহমান রাজু, মোঃ জাকির হোসেন, জনাব মোঃ আবু বকর সিদ্দিক এবং মোঃ মোসকিকুর রহমান পিন্টু।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি মোঃ আসাদুল হক কাজল।
আয়োজকরা জানান, নবনির্বাচিত কমিটির এই অভিষেকের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং মার্কেটের সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Check Also

শিবগঞ্জে উপজেলা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *