সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের ঘোষিত কমিটিতে বিভিন্ন অসম্মানজনক পদে থাকা ও পদ বঞ্চিতদের অবস্থান কর্মসূচি

বগুড়া সংবাদ:  গত রবিবার ২১/১২/২০২৫ সালে সময় ১১ টায় বগুড়া সদর থানা ছাএদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে বিতকৃত ব্যক্তিকে শীর্ষ নেতৃত্ব দেওয়ায় এবং ত্যাগিদের মূল্যয়ন না করে, চাকুরিজীবি ব্যবসায়ী, যুবদল, সেচ্ছাসেবক দল পদ ধারী ব্যক্তিদের দিয়ে উক্ত কমিটি গঠন হয়।
যেহেতু দেশ নায়ক তারেক রহমান স্বদেশ প্রত্যবর্তন করছেন তার প্রতি সম্মান রেখে আগামী ২৭/১২/২০২৫ পর্যন্ত কোন কর্মসূচি দিচ্ছি না। এর মধ্য উক্ত কমিটি বিলুপ্ত বা স্থগিত না করা হলে ২৭/১২/২০২৫ তারিখ আমরা এক যোগে প্রায় অর্ধশতাধিক উক্ত কমিটির যুগ্ম অহ্বয়ক ও সদস্য বিন্দু পদত্যাগ করে অনশন কর্মসূচি আব্যাহিত রাখবো।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বগুড়া শহীদ খোকন পার্কে শহীদ মিনারের পাদদেশে এই অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন
শরিফ, শাকিল আহম্মেদ, বাধন, মনিক, সাহেদ, রনি, সুইট, সিয়াম, সজিব, সবুজ, আশিক, আবু মালাম, অন্তু, আবু সালেক, বাধন, জাকির, -মিল্লাদ, রাহিপ।

Check Also

শিবগঞ্জে উপজেলা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *