বগুড়া সংবাদ : সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যে বগুড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। বিদসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা মোঃ সাজরাতুল আলম তৌহিদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মাফতুন আহম্মেদ খান রুবেলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান শেষে উল্লেখযোগ্য অবদান রাখায় তিনটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
