সর্বশেষ সংবাদ ::

বতার্মান সরকারের কাছে দাবি সাংবাদিক সাগর-রুনিকে কারা হত্যা করেছে আসামিদের সনক্ত করে দ্রুত চার্জশিট দেন

বগুড়া সংবাদ : সাংবাদিক ইউনিয়ন বগুড়া মানববন্ধনে নেতৃবৃন্দ বলেছেন, সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে বিগত সরকারের সময়ে তদন্তের নামে বারবার ধামাচাপা দেওয়া হয়েছে। বতর্মান সরকারের কাছে সাগর-রুমির হত্যার বিচার দাবি করি না। কারন এই সরকার তার পুলিশ বাহিনীর নিরাপত্তা দিতে পারে না। ১২মাসে ১৩বার হামলা হয় পলিশের উপরে। বতার্মান সরকারের কাছে দাবি আপনারা আসামিদের সনক্ত করে দেন সাংবাদিক সাগর-রুনিকে কারা হত্যা করেছে। দ্রুত চার্জশিট দেন পরবর্তী নির্বাচিত সরকারের সময় দেখা যাবে হত্যাকারীদের বিচার হবে কিনা। আন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সাংবাদিকদের হত্যা করা হয়েছে, নির্যাতিত করেছে। ১নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মানববন্ধনে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গণেশ দাসের সভাপতিক্তে ও সাংবাদ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ফজলে রাব্বি ডলার, রাহত আহমেদ রিটু, আব্দুস সাত্তার, আব্দুর রহিম, সাইফুল ইসলাম, মাহফুজ মন্ডল। মানববন্ধনে নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠকে অঙ্গীকার করেছেন। দ্রুত সময়ে দশম ওয়েজ বোর্ড ঘোষনা করুন। সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঢাকাতে চাকরিচ্যুত করার পরিকল্পনা করছে। জাতীয়তাবাদী মতাদর্শের কোন সাংবাদিককে চাকরিচ্যুত করা হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Check Also

কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনলাইন প্রতিযোগিতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *