বগুড়া সংবাদ : ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল শনিবার বগুড়ার গাবতলী উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান। উপজেলা সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সমবায়ী তরিকুল ইসলাম সোহাগ, মহিদুল ইসলাম, হামিদুল হক শিলু, জাহাঙ্গীর আলম, সাহিন সুলতানা সীমা প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন সমবায়ী ও সমিতির প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
