বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন প্রফেসর ড. কুদরত-ই-জাহান

বগুড়া  সংবাদ : বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) হলেন প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক নওগাঁর সন্তান ড. মো. কুদরত-ই-জাহানকে ভিসি নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার (৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম সইকৃত এক প্রজ্ঞাপনে এটি জানান হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছেন চার বছর মেয়াদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আইন হওয়ার ২২ বছর পর বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘ ২৪ বছর পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৩ জুন ড. মো. কুদরত-ই-জাহানকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে সরকারের অর্থায়নে পরিচালিত ৫৪তম পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স এবং জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যারয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি উচ্চমানের শিক্ষক ও গবেষক। আন্তর্জাতিক ও দেশি জার্নালে তার ১৭৬টি  গবেষণাপত্র আছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। বিভিন্ন বাধার কারণে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। ২০২৩ সালের ১০ মে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ অনুযায়ী বগুড়া জেলার জামালপুর নামক স্থানে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়।

 

Check Also

মাংসের বালাচাও এর সুনাম এখন দেশের গন্ডি পেরিয়ে, চাকুরি ছেড়ে সফল উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস

বগুড়া সংবাদ : “পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *