সর্বশেষ সংবাদ ::

পত্রিকায় প্রকাশিত গ্রাহকদের ২০০ কোটি টাকা নিয়ে রেইনবো হাসপাতাল ও এমসিএস এর চেয়ারম্যান লাপাত্তা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন রেইনবো হাসপাতাল কর্তৃপক্ষ

বগুড়া সংবাদ ; গত ০৩/০৬/২০২৫ ইং তারিখে দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশিত গ্রাহকদের ২শ’ কোটি টাকা নিয়ে রেইনবো হাসপাতাল ও এমসিএস’র চেয়ারম্যান লাপাত্তা সংবাদের প্রতিবাদ জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে জবাব দিতে না পেরে ভুল স্বীকার করেন।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে আমিরুজ্জামান পিন্টু আনুমানিক ১৫ বছর পূর্বে রেইনবো হোমস্, রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, রেইনবো ই-কমার্স, রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন। উক্ত প্রতিষ্ঠান সমূহে বেশকিছু গ্রাহকদের নিকট হতে আমানত হিসাবে টাকা গ্রহন করেন এবং ধারাবাহিকভাবে তার মুনাফা প্রদান করে থাকেন। পরবর্তীতে সাময়িকভাবে আর্থিক সমস্যার কারনে গ্রাহকদের মূল টাকা ও মুনাফার টাকা এক-দেড় বছর যাবৎ পরিশোধ করতে বিলম্ব হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আমিরুজ্জামান পিন্টু গত ০২/০৬/২০২৫ ইং তারিখে গ্রহকদের আমানতের টাকা ফেরত দেয়ার জন্য অঙ্গিকার করেন, গ্রাহকগন তাদের টাকা নেয়ার জন্য বগুড়া শহরের গালাপট্টি অফিসে এসে কোন কর্তৃপক্ষকে না পেয়ে চেয়ারম্যান এর বাড়ীতে যান, সেখানেও কোন কর্তৃপক্ষকে না পেয়ে কলোনী রেইনবো কমিউনিটি হসপিটালের সামনে এসে মানব বন্ধন করে গ্রহকগন তাদের পাওনা দাবী জানান। রেইনবো কমিউনিটি হসপিটালে ঐসকল গ্রাহকদের কোন পাওনার দাবী নাই কিন্তু মোঃ আমিরুজ্জামান পিন্টু রেইনবো কমিউনিটি হসপিটালের একজন পরিচালক মাত্র।

প্রকৃতপক্ষে রেইনবো হোমস্, রেইনবো মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি, রেইনবো ই-কমার্স, রেইনবো কৃষি উন্নয়ন সংস্থার সাথে রেইনবো কমিউনিটি হসপিটাল এর কোন সম্পৃক্ততা নাই এবং গ্রাহকদের নিকট হতে রেইনবো কমিউনিটি হসপিটালের নামে কোন প্রকার আমানত গ্রহন করা হয় নাই। রেইনবো কমিউনিটি হসপিটাল পরিচালক ও ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের আর্থিক সহায়তায় আলাদা ব্যবস্থাপনায় পরিচালিত হয়।

তবে রেইনবো হসপিটাল স্থাপিত ভবনটির মূল মালিক রেইনবো হোমস্ প্রাঃ লিঃ কোম্পানী যা’ রেইনবো ভমিষ্টানটি। হসপিটাল ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।

রেইনবো হোমস, রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, রেইনবো ই-কমার্স, রেইনবো কৃষি উন্নয়ন সংস্থার সাথে জড়িত গ্রাহকদের পাওনাদী ব্যাপারে হসপিটাল কর্তৃপক্ষ কোন ভাবেই দায়ী নহে।

রেইনবো হসপিটালের পক্ষে-এটিএম গাওছুল আজম (রুবেল),মোহাম্মদ কামরুল হাসান ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ৬ দিনের রিমান্ডে

বগুড়া সংবাদ :রোববার (২২ জুন) দুপুর তিনটার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *