সর্বশেষ সংবাদ ::

আশ্রয় এনশিওর প্রকল্পের বার্ষিক শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :- বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় এর এনশিওর প্রকল্পের জেলা পর্যায়ে বার্ষিক শিক্ষা উন্নয়ন কমিটির সভা মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে প্রান্তিক পরিবারের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আশ্রয় এর এনশিওর প্রকল্পের উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
আশ্রয় এনশিওর প্রকল্প নিয়ামতপুরের প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
আশ্রয় এনজিও’র পত্নীতলা উপজেলা ম্যানেজার তহমিনা খাতুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছানাউল হাবিব, এস এম মাহবুব আলম, নিয়ামতপুর উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আঃ হান্নান, পত্নীতলা উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিবৃন্দ, ইডিসি সদস্যবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য, আশ্রয় এনজিও প্রকল্প পত্নীতলা এবং নিয়ামতপুর উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪বছর বয়সি শিশুদের মানসম্মত ও বিনোদন মূলক শিক্ষা নিশ্চিত করতে ২০২১ হতে কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছরে প্রকল্পের ফেইজ আউট হবে পাশাপাশি কমিউনিটি ফিলানথ্রপির মাধ্যমে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

Check Also

আদমদীঘিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আসার আগেই  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *