বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা তছলিম উদ্দিন আকন্দ(৬৪)কে গ্রেপ্তার থানা পুলিশ। গত ৮মে বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত সজেম উদ্দিনের ছেলে। তিনি তালোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি। জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ আবু রায়হান রাহিম হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম আওয়ামীলীগ নেতা তছলিম উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আবু রায়হান রাহিম হত্যা মামলায় অজ্ঞাত আসামী হিসাবে তাকে গ্রেপ্তার করে ৯মে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
