সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ার তালোড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশে সোপর্দ

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গত ৯মে শুক্রবার জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের ও শহীদদের গেজেট প্রকাশ হওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের আয়োজনে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় ৪আগস্ট আন্দোলনে আন্দোলনকারীদের দ্বারা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সজিব আহম্মেদ(১৯) আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। সে অনুযায়ী আন্দোলনে আহতদের তালিকায় গেজেটে সজিবের নাম আসায় সজীব এ মতবিনিময় সভায় উপস্থিত হয়। তার উপস্থিতি দেখে মতবিনিময় সভা থেকে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ৪টায় মতবিনিময় সভা থেকে তাকে থানায় নিয়ে যায়। সজিব উপজেলার তালোড়া পৌর এলাকার সাবলা মহল্লার ইমদাদুল হকের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সজিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সুষ্ঠু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *