দুপচাঁচিয়ায় পহেলা বৈশাখ উদযাপন

বগুড়া সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ‘এসো হে বৈশাখ’ এর মাধ্যমে বাংলা নববর্ষের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে সিও অফিস বাসস্ট্যান্ড হয়ে পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ষবরণের এই আয়োজনে শিশু-কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
#

Check Also

বগুড়ার ফুলবাড়ী ও বৃন্দাবনপাড়ায় সোহেলের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ

বগুড়া সংবাদ : শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *