
বগুড়া সংবাদ : বগুড়ায় আদালত হাজতে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিককে পিটিয়েছে হত্যা মামলার আসামিরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজতখানায় এ ঘটনা ঘটে।
আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাবন্দি আবু সুফিয়ান সফিককের হাজিরা ছিল। এজন্য তাকে কারাগার থেকে এনে আদালতে হাজিরা শেষে হাজতখানায় রাখা হয়। হাজতখানায় বিভিন্ন মামলার আরো বেশ কয়েকজন হাজতি আসামি অবস্থান করছিল। দুপুর দেড়টার দিকে আবু সুফিয়ান সফিকের হাতে থাকা পানির বোতল থেকে সাগর নামের হত্যা মামলার এক আসামির শরীরে পানি পড়ে।
এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সাগর ও তার সহযোগী জলিলসহ ৪-৫ জন আসামি আবু সুফিয়ান সফিককে মারধর শুরু করে। পরে হাজতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা আবু সুফিয়ান সফিককে অন্যত্র সরিয়ে রাখেন।