
বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের নেতৃত্বে গত সোমবার বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সোনাতলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপিত
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: সোনাতলায় উপজেলা প্রশাসন,সরকারি নাজির আখতার কলেজ,বিএনপি ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গত সোমবার পৃথকভাবে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ (১৪৩২ বঙ্গাব্দ) উদ্যাপন করেছে। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঢাকঢোল,বাঁশি বাজিয়ে,ঘোড়ার গাড়িতে চড়ে আনন্দ শোভাযাত্রা করা হয়। নানা জনে নানা পোশাক ও গ্রামবাংলার ঐতিহ্য ধারণ স্বরুপ মাথাল.হোক্কা,গামছা ও লাঙল-জোঁয়াল সাথে নিয়ে ও পাঞ্জাবী পড়ে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করা হয়। নারীরা শাড়ি পড়ে ও কুলা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় পথচারীরাও। এছাড়া অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক,থানার ওসি মিলাদুন নবী,উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেফাউল আজম,হিসাবরক্ষণ অফিসার রুহুল আমিন,মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ,মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,প্রাণিসম্পদ অফিসার নুসরাত জাহান লাকী,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল হাবীব রাজা-সহ অনেকে উপস্থিত ছিলেন। সরকারি নাজির আখতার কলেজ প্রশাসন কলেজে পৃথকভাবে বাংলা নববর্ষ উদযাপন করেছে। এ সময় অধ্যক্ষ আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম,সহযোগী অধ্যাপক এইচ.এম.শহীদুল ইসলাম,সহকারী অধ্যাপক নীলুফা ইয়াছমিন,আব্দুস সবুর,আব্দুল কাদের ও প্রভাষক আতিকুর রহমান-সহ অন্যান্য শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ইনচার্জ) মোঃ আব্দুল হাই-এর নেতৃত্বে তার প্রতিষ্ঠানে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ উদ্যাপিত হয়। বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির,সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, শফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,বিএনপি নেতা রুহুল আমিন রঞ্জু, সেলিম রেজা বাবলা,উপজেলা জাসাস সভাপতি উজ্জ্বল হোসেন খোকন ও বালিকা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।