শিবগঞ্জে কোল্ড ষ্টোরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন

বগুড়া সংবাদ :রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া বলরামপুর আলু ব্যবসায়ী ও সাধারণ  কৃষকদের আয়োজনে চলতি মৌসুমে  হিমাগারের মালিক কতৃক সংরক্ষিত আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (২২ ফেব্রুয়ারি)  দুপুর ২ টায়
সাদুরিয়া বলরাম পুর শাহ সুলতান হিমাগার,  আপসুন হিমাদ্রী লিঃ,ও কিচক বাজার আফাকু হিমাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বর্তমানে এই উপজেলায় ১৭টি কোল্ডষ্টোরেজ রয়েছে। গত বছরে প্রতি বস্তা ৩৫০ টাকায় ও কেজিতে ৫ টাকা ভাড়া নির্ধারণ ছিল। অথচ ষ্টোর কর্তৃপক্ষ কোন কিছু না জেনেই বিভিন্ন অজু হাতে চলতি মৌসুমে প্রতি বস্তায় ৪৮০ ও কেজিতে ৮ টাকা নির্ধারণ করার প্রতিবাদে গত কয়েক দিন যাবত উপজেলার কৃষক ও ব্যবসায়ীদের এই দাবীর প্রেক্ষিতে ষ্টোরে আলুর কার্ড (বুকিং) কার্যক্রম বন্ধ রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে  ব্যাবসায়ী ও কৃষকরা বলেন, প্রতি বস্তা প্রতি  পৃর্বের নির্ধারিত  টাকার বেশেি টাকা নির্ধারণ করা হলে  উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা আরো বলেন, প্রয়োজনে আমরা ষ্টোরে তালা ঝুলিয়ে দিব। অযৌক্তিক  ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আলু ব্যাবসায়ী এ্যাসোশিয়েসন এর সহ সভাপতি আইয়ুব আলী, শাহজাহান আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাদুরিয়া সাখার সভাপতি মোস্তফা মন্ডল, সাধারণ সম্পাদক আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, কামরুজ্জামান, প্রচার সম্পাদক এরশাদুল,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদের প্রমখ।
কৃষক দের মাঝে উপস্থিত ছিলেন, কায়েম উদ্দিন,মোশাররফ হোসেন, সানোয়ার,আবু হাসান,নাজমুল,আব্দুল কাদের,ফজলুর রহমান প্রমুখ। এব্যাপারে শাহ সুলতান হিমাদ্রী লি: এর ব্যবস্থাপক  কাজি আনোয়ার হোসেন এর নিকট ভাড়া বৃদ্ধি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কৌশলে পালিয়ে যান, পরে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন নি ।

Check Also

দুপচাঁচিয়া বিএনপির সাংগঠনিক ও মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুপচাঁচিয়া পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *