বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার সময় পানিতে ডুবে নিখোঁজ ৪ বন্ধুর মধ্যে ৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও আরেক বন্ধু এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রæয়ারী) বিকালে ভান্ডারবাড়ি ইউনয়নের বানিয়াজান স্পার এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থী জুনায়েদ রহমান (১৮) বগুড়ার শেরপুর পৌরসভার টাউন কলোনী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। এছাড়া উদ্ধারকৃতরা হলো শেরপুর টাউন কলোনী এলাকার আবুল কালামের ছেলে মফিজ ইকবাল (১৮), একই এলাকার সোলায়মান আলীর ছেলে অওফি হাসান (১৮) ও গোলাম সরোয়ারের ছেলে গোলাম সেয়েব (১৮)।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে ৪ বন্ধু বানিয়াজন স্পারের নীচে যমুনা নদীতে নেমে সেলফি তুলছিল। এসময় অসাবধানতাবসত ৪ বন্ধুই পানিতে পড়ে ডুবে যান। পরে স্থানীয়রা নদীতে নেমে ৩ বন্ধুকে উদ্ধার করতে পারলেও আরেক বন্ধু এখনও নিখোঁজ রয়েছেন।
এবিষয়ে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম বলেন, যমুনা নদীতে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে রাজশাহী থেকে ডুারি দল এখানে আসছেন। # (ছবি আছে)
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
