রাণীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা করেন তিনি।
এর আগে উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা করেন নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
এদিন দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,ওহেদুল ইসলাম মিলন, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান,মামুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক সুকমল কুমার,প্রেস ক্লাব রাণীনগর এর সভাপতি মুরাদ চৌধুরী সেলিম,সম্পাদক আব্দুর রউফ রিপনসহ উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা। সভায় উপস্থিত সংবাদ কর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনার তথ্য,পরামর্শ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

Mobile Betting Trends in India and Bangladesh: The Rise of Melbet IN

Did you know that over 70% of sports bettors in India and Bangladesh now place …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *