সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা করেন তিনি।
এর আগে উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা করেন নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
এদিন দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,ওহেদুল ইসলাম মিলন, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান,মামুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক সুকমল কুমার,প্রেস ক্লাব রাণীনগর এর সভাপতি মুরাদ চৌধুরী সেলিম,সম্পাদক আব্দুর রউফ রিপনসহ উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা। সভায় উপস্থিত সংবাদ কর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনার তথ্য,পরামর্শ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

দেশের সকল গণতান্ত্রিক অন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে -সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *