দুপচাঁচিয়ায় ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ফেব্রæয়ারি সোমবার বিকালে ধাপসুলতানগঞ্জ নিমতলা এলাকার মাঠে এ খেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন পৌর বিএনপির সম্পাদক সম্পাদক আখতারুজ্জামান তুহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম ,উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা রিয়াদ সরদার, রাকিবুল হাসান সানি, ইদ্রিস আলী খান, আনোয়ার হোসেন, জুয়েল হোসেন, সবুজ প্রাং ,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল হাসান বর্ষণ প্রমুখ। খেলায় দিনাজপুর জেলা দল ১-০ গোলে টাংগাইল জেলা দলকে হারিয়েছে। খেলা পরিচালনা করেন আব্দুল মোমিন জুয়েল। তাকে সহযোগিতা করেন আনোয়ার হোসেন দিপু ও মাহমুদুল হক শিপন। ধারাভাষ্য প্রদান করেন হোসেন আলী।

Check Also

İnternet kumarhaneler bonuslar ile: olasılıklar gelecekte sanal kumar

İnternet kumarhaneler bonuslar ile: olasılıklar gelecekte sanal kumar Sanayi kumar yoğun bir şekilde gelişmekte. 7 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *