রাণীনগর প্রেসক্লাব কর্তৃক ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

রাণীনগর প্রেসক্লাব কর্তৃক ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনকে পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা দেন রাণীনগর প্রেসক্লাব।

রবিবার দুপুরে প্রেসক্লাবের নিজস্ব ভবনে রাণীনগর প্রেসক্লাব কর্তৃক এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
 প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, আমি খুব কম সময়ে রাণীনগরে দায়িত্ব পালন করলাম। পদোন্নতি জনিত কারণে আমাকে দুই এক দিনের মধ্যেই রাণীনগর ছাড়তে হচ্ছে। অল্প সময়ের মধ্যে রাণীনগর বাসিকে রাষ্টের নিয়মনীতির মধ্যে দিয়ে আমার দায়িত্ববোধের জায়গা থেকে যথাযথ সেবার দানের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে রাণীনগরের সাংবাদিকরা আমাকে প্রতিটি কাজেই যথাযথ ভাবে সহযোগীতা করে গেছে। এখানকার মানুষ প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক এবং সহমর্মিতার ভাব আমি পেয়েছি। তাই জনগণের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা রাণীনগর উন্নয়নে সব সময় প্রচারোনার দিকে অগ্রণী ভূমিকা পালন করেছে। এর ধারাবাহিকতা আগামীতে চলমান থাকুক এই প্রত্যাশা আমি সব সময় করবো।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি অফিসার মোস্তাকিমা খাতুন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ প্রমূখ।

Check Also

A tíz legelismertebb internetes kaszinóoldal, amelyek biztonságos szerencsejáték-érzékkel rendelkeznek

Ezért fontos, hogy megvizsgáljuk az egyes személyek által kínált jutaléklehetőségeket, és olyat válasszunk, amelyik a …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *