বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে ১০০ কেভি দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি যাওয়া থেকে রক্ষা করলেন গ্রামবাসী। গত সোমবার গভীর রাতে উপজলোর ছাতিয়ানগ্রাম ইউপির শালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়।
এ ব্যাপারে ছাতিয়ানগ্রাম ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন জানান, সোমবার গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির শালগ্রাম এলাকায় রাস্তার ধারে ১০০ কেভির দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দশ্যে মাটিতে নামিয়ে তামার তার ও যন্ত্রাংশ খুলছিল একদল চোর। এ সময় গ্রামবাসী খবর পেয়ে একত্রে হয়ে দলবদ্ধ ভাবে সেখানে যান। বিষয়টি বুঝতে টের পেয়ে চোরেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রামবাসীদরে এমন কাজে সাদুবাদ জানয়িছেনে থানা পুলিশ ও প্রশাসন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়। গ্রামবাসীরা খুব ভালো একটা কাজ করেছেন। এ ঘটনায় আদমদীঘি একটি লিখিত অভিযোগ পাওয়া কথা নিশ্চিত করেন।