বগুড়া সংবাদ : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে চিত্রাকংন, কবিতা লিখন, রচনা লিখন, অংক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৭ডিসেম্বর শুক্রবার বিকালে মুড়াগাছা ফুলপুকুর পাড় প্রাঙ্গনে আলোকিত সমাজের সভাপতি ডাঃ এমএ হান্নান মোল্লার সভাপতিত্বে ও সদস্য রাশেদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবু হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গোফ্ফার আকন্দ লুটু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রবাসী কল্যাণ এসোসিয়েশনের সভাপতি আলতাফ আলী, মুড়াগাছা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি শাহজালাল আকন্দ প্রমুখ। এসময় আলোকিত সমাজের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, কোষাধ্যক্ষ হাসান প্রাং, সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান সুইট, প্রচার সম্পাদক মাহফুজ হোসেন নয়ন, দপ্তর সম্পাদক জাকারিয়া হোসেন হিরা সহ আলোকিত সমাজের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।