
বগুড়া সংবাদ :দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের হাটসাজাপুর গ্রামের এতিম প্রতিবন্ধী আব্দুল গোফ্ফার প্রামানিক(৩৬) নিখোঁজ হয়েছে। সে হাটসাজাপুর গ্রামের মৃত মদনা প্রামানিকের ছেলে। সে হাটসাজাপুর গ্রামের মামা আসাদ আলী মন্ডলের বাড়িতে বসবাস করতো। গত ২৫ডিসেম্বর বুধবার সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। তার পড়নে বেগুনী রংয়ের পাঞ্জাবী, লুঙ্গি, চাদর ও পায়ে কালো রংয়ের স্যান্ডেল ছিল। নিখোঁজ গোফ্ফার নিজের নাম, ঠিকানা কোন কিছুই বলতে পারে না। গোফ্ফার কেউ সন্ধান পেয়ে থাকলে তার মামা আসাদ আলী মন্ডল(০১৭৪৬-৯০১৩৮০) নম্বরে যোগাযোগ করার জন্য অথবা দুপচাঁচিয়া থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এ সংক্রান্তে দুপচাঁচিয়া থানায় গত ২৬ডিসেম্বর রাতে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা