রাণীনগরে পুলিশের টহল চলাকালে একাধীক স্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

বগুড়া সংবাদ:   নওগাঁর রাণীনগরে পুলিশের টহল চলাকালে একাধীক স্থানে গাছকেটে সড়কে ফেলে পরিবহনে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ট্রাকের চালকের নিকট থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা। তবে সাথে সাথে পুলিশ পৌছলেও কাউকে আটক করতে পারেনি।
উপজেলার করজগ্রাম শাহপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে আবুল হোসেন জানান,তার ট্রাক চালক ধুনটের গোসাইবাড়ী থেকে বালু নিয়ে ফিরছিল। এসময় রোববার ভোর চারটা নাগাদ রাণীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর মোড়ের অদুরে পশ্চিমে পৌছলে ৬/৭জন মুখোশ পড়া ডাকাতরা গাছ কেটে সড়কে ফেলে পথ অবরোধ করে। এর পর ধারালো অস্ত্র ধরে চালক ও চালকের সহযোগিকে ট্রাক থেকে নেমে এনে  কাছে থাকা প্রায় পাঁচ হাজার টাকা এবং দুটি ফোন লুট করে নিয়ে যায়। সাথে সাথে করজগ্রাম বাজারে পৌছে পুলিশকে খবর দিলে পুলিশ এসে কাউকে পায়নি। তিনি জানান,সড়কে টহলরত পুলিশ হরিপুর মোড় পার হবার সামান্য কিছু সময়ের মধ্যেই এঘটনা ঘটে।
অপর দিকে আবাদপুকুর বাস কাউন্টার মাস্টার এমরান হোসেন জানান,রাণীনগর থেকে ঢাকাগামী রাহাত ট্রাভেলস নামক একটি বাস যাত্রী নিয়ে যাবার সময় একই সড়কের রঞ্জনিয়া মোড়ের অদুরে পূর্বদিকে পৌছলে ডাকাতরা সড়কের একটি গাছ কেটে ফেলে পথ অবরোধ করে। এসময় খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পালিয়ে যায়। তবে পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌছার কারনে কোন মালামাল লুট বা ক্ষতি করতে পারেনি বলে জানান এমরান হোসেন।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মসলেম উদ্দীন জানান,সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। তবে কোন মালামাল বা টাকা পয়সা লুটের ঘটনা ঘটেনি। তবে এসব ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে জানান এই কর্মকর্তা।

Check Also

Игорный дом Аконкагуа Вегас веб-обозрение скидки, лайв игорный дом и аттестация верности

Онлайн казино Аконкагуа быть в наличии организовано во 2010 годе, обладателями одноименной ахан оффлайн-игорный дом, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *