

বগুড়া সংবাদ: বগুড়ার সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি তোফায়েল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক সাগর খানকে ফুলেল শুভেচ্ছা জানান আদমদীঘি উপজেলা, সান্তাহার ইউনিয়ন যুবদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। গতকাল রোববার বেলা ১২ টায় সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলার যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, আদমদীঘি সদর ইউনিয়ন আহবায়ক সাগর হোসেন, আদমদীঘি থানায় যুবদলের নেতা কারমান আলী, এম এস মিলন আহমেদ, সান্তাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার, রুবেল হোসেন, যুবদল নেতা এস এম হোসেল রানা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক বেলাল হেসেন, ইউনিয়ন কৃষক দলের নেতা শরিফুল ইসলাম প্রমুখ।