বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আয়োজনে জম্ম নিবন্ধনকৃত শিশুদের বিশেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ টায় সান্তাহার পৌরসভা চত্বরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সান্তাহার পৌরসভার প্রশাসক রুমানা আফরোজের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত জম্ম নিবন্ধনকৃত শিশুদের বিশেষ পুরষ্কার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগে ডাক্তার মোহসীন আলম প্রমুখ।
Check Also
শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …