সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

বগুড়া সংবাদ :  সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১০৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ টি প্রাইভেট কার জব্দ।

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, প্রাইভেট কারযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় র‌্যাব-১২, সদর কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্ট চলাকালে আসামি তার প্রাইভেট কারসহ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আভিযানিক দলটি মঙ্গলবার  ১০ নভেম্বর ভোর পৌনে ৫টায় ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পঞ্চসারটিয়া সাকিনস্থ পঞ্চসারটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর” একটি প্রাইভেট কার আটক করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-১৫-৮৬১৭।  অভিনব কায়দায় (গ্রেফতার আসামির প্রাইভেট কারের ব্যাক ডালার নীচে মালামাল রাখার জায়গায় খাকি কসটেপ ও পলিথিন দিয়ে মোড়ানো) লুকানো অবস্থায় ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  এ সময় ঘটনাস্থল মোঃ নুরুজ্জামান ওরফে কমল (৪৩),মোঃ আলমগীর ওরফে আলম নামে একজন আসামি পলিয়ে যায়। এ সময় জব্দ করা হয় নগদ ১,৯০০/- টাকা, ১টি প্রাইভেট কার এবং ১টি ড্রাইভিং লাইসেন্স।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ৫টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃত ও পলাতক উভয় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।

Check Also

Loto Club Taraz Regal Лимузин

Ұқсас әрекеттермен айналысу сізге әрекетке аздап мас болуға мүмкіндік береді, сондай-ақ біршама үлкен, бірақ жылы …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *