
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ব্রাইট স্টার ক্লাবের আয়োজনে ব্রাইট স্টার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। ব্রাইট স্টার ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া পরাগের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সান্তাহার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মমতাজ আলী, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোঁওতা ব্রাইট স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, বিশিষ্ট ব্যাবসায়ী হুমায়ন কবির জুয়েল, ফারুক হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহনকারী দুটি দল রেইনগ্রুপ পাকার মাথা জয়পুরহাট বনাম সৈয়দপুর ফুটবল একাডেমি নীলফামারী।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা