বগুড়া সংবাদ : “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস/২০২৪ইং উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ প্রমূখ। আলোচনা সভা শেষে ৪ জন শ্রেষ্ঠ জয়িতার মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
Check Also
শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …