সর্বশেষ সংবাদ ::

ফুলবাড়ি শহীদদের গণকবরে সিপিবি’র শ্রদ্ধা নিবেদন

ফুলবাড়ি শহীদদের গণকবরে সিপিবি’র শ্রদ্ধা নিবেদন

বগুড়া সংবাদ:  মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় ঘোষিত ১লা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে, অদ্য ০৭ ডিসেম্বর সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে সকাল ১১ টায় একটি পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে শহরের ফুলবাড়ি শহীদদের গণকবরের স্মৃতি ফলকে জেলা নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে ফুলবাড়ি বটতলা মোড়ে সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও সাজেদুর রহমান ঝিলাম’র সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মেঃ আমিনুল ফরিদ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, শ্রীকান্ত মাহাতো, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, ফারহানা আক্তার শাপলা, সাইদুর রহমান পারভেজ, শুভ শংকর গুহ রায়, শামিম মোল্লা, বায়োজিদ রহমান প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পাকিস্তানি মিলিটারিদের পরাজিত করে ত্রিশ লক্ষ শহীদদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি।
স্বাধীনতার অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও বৈষম্য মুক্ত বাংলাদেশ।
বিজয়ের ৫৩ বছর পরেও বিজয়ের সেই অঙ্গীকার বাস্তবায়ন হয় নাই।
নেতৃবৃন্দ আরও বলেন, লাখো শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি কে পরাস্ত করে একটি গণতান্ত্রিক, শ্রেণীহীন-শোষণহীন সাম্যের বাংলাদেশ প্রতিষ করবো।

Check Also

খালদা জিয়ার সু¯তা কামনায় দুপচাঁচিয়ায় উপজলা সিএনজি মালিক সমিতির দায়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *