সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা কালাম গ্রেপ্তার

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা কালাম গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের কার্যালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় আবুল কালাম আজাদ (৪৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে শহর পুলিশ। গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও সান্দিড়া গ্রামের কাজী আব্দুল আজিজের ছেলে।

উল্লেখ্য; গত ১৯ আগষ্ট রাত সাড়ে ১০ ঘটিকায় মিছিল  বের করিয়া বিএনপি কার্যালয়ে উপস্থিত হইয়া এজাহার নামীয় ০১ নং আসামী সিরাজুল ইসলাম খান রাজু এর হুকুমে গ্রেপ্তারকৃত অপর আসামী জিল্লুর রহমান এর   হাতে ককটেল সহ গ্রেপ্তারকৃত আসামী সহ অন্যান্য আসামীগণ হাতে লাঠি সোটা সহ ভাংচুর করিয়া আসামী আব্দুল হক আবু পেট্রোল বোমা বিএনপি কার্যালয়ে নিক্ষেপ করে অগ্নি সংযোগ করেন। এছাড়া উপরোক্ত আসামীগণ ঘরের ভিতর প্রবেশ করিয়া জিয়াউর রহমান এর ছবি নিচে ফেলিয়া আগুন দিয়া পুড়িয়া দেয় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি নিচে ফেলিয়া ঘরের আসবাবপত্র এসি টিভি চেয়ার টেবিল ইত্যাতি ভাংচুর এবং কার্যালয়ে রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র আগুন দ্বারা পুড়িয়া দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ মামলায় গত শুক্রবার রাতে যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক বকুল হোসেন জানায়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *