সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে ট্রাক চাপায় মটরসাইকেল চালকের মৃত্যু

শাজাহানপুরে ট্রাক চাপায় মটরসাইকেল চালকের মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় সানি বাবু (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আবু সাঈদ (১৭) নামে তার বন্ধু গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সাত ৮ টার দিকে উপজেলার বগুড়া- নাটোর মহাসড়কের বাশঁবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সানি বাবু উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রামের বাবু প্রামানিকের ছেলে।

ঘটনাস্থল থেকে জানা যায়,নিহত সনি বাবু ও তার বন্ধু আবু সাঈদ মোটরসাইকেল যোগে যাচ্ছিলো। এসময় সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেলের পিছনে থাকা আবু সাঈদ ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।এবং সনি বাবু মোটরসাইকেল নিয়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জানান, মোটরসাইকেলের দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটছে। মরদ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। আহত আবু সাঈদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ।

Check Also

কাহালুর পাইকড় ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালুর আড়োলা খেলার মাঠে পাইকড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *