বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাড়ে সন্ধ্যা ৬ টায় মালশন স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত। ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আলোচনা সভায় আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক ইঞ্জিনিয়ার সম্পাদক দিলদার আলম জুয়েল, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সান্তাহার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপ পরিদর্শক বকুল হোসেন, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা ফজলুর রহমান, মুক্তারুল হক মুক্তার, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল গণি, ইঞ্জিনিয়ার মাসফিকুর রহমাম, অ্যাডভোকেট সুরুজ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান লেমন, সমাজসেবক আজাদ মন্ডল, পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন ইয়াশ, ছাত্রদল নেতা সাফাইত, ফাহমিম প্রমুখ।
আলোচনা শেষে ফাইনাল খেলায় শিশির আটো মোবাইল ইন্জিনিয়ারিং ওয়াকসপ বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তোফাজ্জল হোসেন ভুট্টু।