- বগুড়া সংবাদ: নওগাঁর আত্রাইয়ে আগুনে পুরে মারা গেছে তিনটি গরু। এছাড়া দগ্ধ হয়েছে আরো দুটি। অগ্নিকান্ডে বসত ঘরসহ আসবাবপত্র পুরে যাওয়ায় ১০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে গৃহকর্তা বিরাজ প্রামানিক (৪৫)।
ঘটনাটি ঘটেছে উপজেলার ক্ষুদ্রবিশা তালুপাড়া গ্রামে।
স্থানীয়রা বলছেন,গত একমাসে ওই গ্রামে চারটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখনো সনাক্ত হয়নি জরিতরা। ফলে আতংকিত হয়ে পরেছে গ্রামবাসি।
বিরাজ প্রামানিক জানান,বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পরি। এসময় রাত অনুমান ১০টা নাগাদ কে বা কাহারা পূর্ব শত্রুতার জ্বের ধরে বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে আগুন ধরে দেয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে। এসময় অগ্নিকান্ডে গোয়াল ঘরের তিনটি গরু পুরে মারা যায় এবং আরো দুটি গরু দগ্ধহয়। এছাড়া গোয়াল ঘর থেকে আগুন ছড়িয়ে পরে বসত বাড়ীতে আগুন ধরে। এতে বসত ঘরের তালার উপরে থাকা ধান,ঘরের ফ্রিজসহ বিভিন্ন আসবাব পত্র পুরে যায়। এতে ১০লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গৃহকর্তা বিরাজ প্রামানিক।
তিনি আরো বলেন,আগুনে পুরে মারা যাওয়া তিনটি গরুর মধ্যে তার ভাই সিরাজ প্রামানিকের একটি গরু রয়েছে।
ওই গ্রামের বাসিন্দা সাকান হোসেন জানান,গত একমাসে বেলাল হোসেন ,আকবর হোসেনসহ মোট চারজনের বাড়ী,খরের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে একের পর এক এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি এসব ঘটনার সাথে কারা জরিত। তিনি বলেন,পর পর এমন অগ্নিকান্ডের ঘটনায় পুরো গ্রামের লোকজন আতংকিত হয়ে পরেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন বলেন,অগ্নিকান্ডের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কেউ আগুন ধরে দিয়েছে কিনা বা কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা বলতে পারেনি গৃহকর্তা। তবে লিখিত অভিযোগ পেলে এসব ঘটনা ক্ষতিয়ে জরিতদের আইনের আওতায় আনা হবে।