

বগুড়া সংবাদ : বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে সদর উপজেলার ফাঁপোড় কৈচর পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তার আসামির নাম মেহেদী হাসান। তিনি ফাঁপোড় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি । এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান।
ডিবির এই কর্মকর্তা জানান, ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসানের নামে দুইটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের মাধ্যমে ডিবি জানতে পারে মেহেদী হাসান নিজ বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷
তিনি আরও জানান, গ্রেপ্তার মেহেদী হাসানকে আদালতে পাঠানো হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা