সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গালাপট্রিতে সোনার দোকানে হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

বগুড়ার গালাপট্রিতে সোনার দোকানে হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

বগুড়া সংবাদ : বগুড়ার গালাপট্রিতে সোনার দোকানে হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন শহরের আটাপাড়া এলাকার বাসিন্দা মোঃ মোজাম্মেল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, “ আমি ২০১৪ সালে নওগাঁ
জেলার সাকিন- মেরিগোল্ড পাড়ার এহেতামা বেগম লিজি নামক এক মহিলার থেকে বগুড়া জেলার গালাপট্টি এলাকাতে ৪,০০,০০০/-(চার লক্ষ) টাকায় দোকানের পজেশন ক্রয় করি। উক্ত দোকানের পজেশনটি এককালীন গ্রহণ করে মাসিক ৫০/- টাকা ভাড়া ধার্য্য করি। ২০২২ সাল থেকে এহেতামা লিজির ছোট বোন নূরে জান্নাতুল ফেরদোসী দাবী করেন দোকানের পজেশনটি তার। কিন্তু ২৪/০৭/২০১১ সালে নূরে জান্নাতুল ফেরদৌসী, স্বামী তার বড় বোন এহেতামা বেগম লিজির নিকট
দোকানের পজেশনটি বিক্রি করে। আমি যখন এহেতামা বেগম লিজির নিকট থেকে পজেশনটা ক্রয় করি তখন দোকানটা এহেতামা লিজি নিজেই দীর্ঘ কয়েক বছর যাবত পরিচালনা করতো। আমরা ক্রয় করার সময় যখন তাহাকে পজেশন এর পেপারস
এর বিষয়টি জিজ্ঞাসা করি উনি আমাদের পজেশন এর সকল রকম পেপারস দেখায়। দেখানোর পর আমরা পজেশনটির ক্রয়টি নিশ্চিত করি। ২০২১ সাল থেকে তার ছোট বোন আমার দোকান ক্রয় করার সাত বছর পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা ও সন্ত্রাসী বাহিনীর দ্বারা আমাকে অনেক বার হুমকি প্রদান ও দোকান খালি করার হুমকি দেয়। ২০২১ সাল থেকে ২০২৪ সাল এর জুন মাস পর্যন্ত আমাকে সে প্রতিনিয়ত দোকান দখল করার হুমকি দেয়। সেপ্টেম্বর মাসে সে অনেক জনকে সাথে
নিয়ে আমাকে বলে আজকের মধ্যে দোকান ছেড়ে না দিলে আমাকে সে হত্যা করবে। পরে সে কোন ভাবে ও দোকান দখল করতে না পারায় এই বছরের নভেম্বর মাসের ১০/১১/২০২৪ তারিখে আমাদের মালিক সমিতির নিকট আবেদন প্রদান করে এবং
সদর থানায় অভিযোগ জানায়। অভিযোগের উত্তরে আমরা যখন দায়িত্বরত অফিসারের সাথে যোগাযোগ করি সে আমাদের দুই পক্ষকে থানায় বসার প্রস্তাবের কথা আমাকে জানায়, থানায় অফিসারকে সে তার বৈধ পেপারস দেখাতে ব্যর্থ হয়। পরে
সে কোনভাবে আমার থেকে পজেশন নিতে না পারায় আমার দোকানে প্রায় একশতজন সন্ত্রাসী নিয়ে এসে আমার দোকানের ক্যামেরার লাইন বন্ধ করে দোকানের কর্মচারীদের মারধর করে এবং ক্যাশ থেকে নগদ ১,৫০,০০০/-(দেড় লক্ষ) টাকা ও ক্যাশে
থাকা আমার ১ ভরি সোনার গহনা নিয়ে যায়। আমি সন্ত্রাসীপক্ষদের জোড় শান্তির দাবি জানাচ্ছি ও প্রশাসনকে আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *