সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

বগুড়ায় হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

বগুড়া সংবাদ  : বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।মঙ্গলবার ভোর ৫ টার দিকে বগুড়া শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এঘটনা ঘটে।

মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালিতে এসিআই কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এসএম মঈনুদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নোয়াখালিতে কর্মরত থাকা অবস্থায় তিনি নিখোঁজ হন। এঘটনা পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

মঙ্গলবার সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় এক ব্যক্তি ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। অনুসন্ধানে জানাযায় মামুনুর রশিদ সোমবার বিকেলে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০ টার দিকে তিনি বের হয়ে যান। রাত ১২ টার দিকে হোটেলে ফিরে আসেন। ভোর ৪ টার দিকে তিনি আবারো হোটেল থেকে বের হন।

ওসি বলেন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা জানান, সোমবার রাত ১০ টার পর ওই ব্যক্তি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারো হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।সদর থানার ওসি বলেন, লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।প্রাথমিক ভাবে জানাগেছে স্ত্রীর সাথে মামুনুর রশিদের দাম্পত্য কলহ চলছিল।এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *