সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে আলু বীজ ডিলারদের সংবাদ সম্মেলন

শাজাহানপুরে আলু বীজ ডিলারদের সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ  : বগুড়ার শাজাহানপুরে কৃষকদের করা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বীজ আলু ব্যবসায়ী ডিলাররা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে শাজাহানপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আলু বীজ ডিলার শাহাদাত হোসেন। এসময় তার সাথে ছিলেন উপজেলার অপর ২ আলু বীজ ডিলার আব্দুল হাকিম মন্ডল ও খোরশেদ আলম।

লিখিত বক্তব্যে শাহাদত হোসেন বলেন, গত ১৮ নভেম্বর সোমবার নয়মাইল বন্দরে বহিরাগত কিছু কৃষক আলু বীজ ডিলারদেরকে অসাধু ব্যবসায়ী উল্লেখ করে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম বীজ সংকট সৃষ্টি করে চড়া মূল্যে আলু বীজ বিক্রির অভিযোগ তুলে মানববন্ধন করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্যেশ্য প্রণোদিত। শাজাহানপুর উপজেলায় এবছর আলু বীজের চাহিদা ২২ হাজার ৫২৩ মেট্রিক টন। কিন্তু ব্রাক থেকে বরাদ্দ পাওয়া গেছে ৪৫০ মেট্রিকটন। কিষাণ বোটানিক্স লিমিটেড থেকে ১৬৫ মেট্রিক টন এবং বিএডিসি থেকে পাওয়া গেছে ১০০ মেট্রিক টন। যা চাহিদার তুলনায় খুবই কম। এদিকে কৃষকের মাঝে ব্রাকের আলু বীজের চাহিদা বেশি। অথচ গত অক্টোবর মাসেই ব্রাকের সমস্ত বীজ রিট্রেইলার এবং কৃষকদের মাঝে বুকিংয়ের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এমতাবস্থায় কিছু কৃষক ব্রাকের বীজ না পেয়ে তারা মিথ্যা অভিযোগে ডিলারদের নামে অযৌক্তিক আন্দোলনের নামে মানববন্ধন করেছেন। এতে করে ডিলারদের সামাজিক ভাবে ব্যবসায়িক সম্মানহানী হয়েছে। এহেন পরিস্থিতিতে সংশ্লীষ্ট প্রশাসন এবং সাধারন কৃষকদেরকে বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য মেনে নেয়ার আহবান জানান তিনি।

Check Also

বগুড়ায় শহর জামায়াতের দাওয়াতি গণসংযোগ

বগুড়া সংবাদ : দাওয়াতী পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের ফুলতলা বাজার এলাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *