বগুড়া সংবাদ: অদ্যই ১৩/১১/২০২৪ইং রোজঃ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির বার্তা নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জিসান, হাসনাইন নাহিয়ান সজীব আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, এ সময় বক্তারা তারেক রহমান ঘোষিত আগামীর বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা ৩১ দফা নিয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করেন। সাধারণ শিক্ষার্থীরা কেমন বাংলাদেশ এবং কেমন ছাত্র রাজনীতি প্রত্যাশা করে সেটি জানতে চায়। বক্তাগণ নিয়মিত ছাত্রদের নিয়ে আগামীতে ছাত্র রাজনীতি পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন এবং কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …